ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘ভরণ-পোষণ না দেওয়ায় আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
‘ভরণ-পোষণ না দেওয়ায় আত্মহত্যা’ ছবি: প্রতীকী

ভোলা: ‘স্বামীর অন্যায় নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ার কারণে বিষপান করেছি, এ আত্মহত্যার জন্য দায়ী স্বামী নুরে আলম মাঝি। ’

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে এমন একটি চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেন রিনা আক্তার (৩০)।



স্থানীয়রা জানান, উপজেলার জিন্নাগত গ্রামের নুরে আলম তার ২য় স্ত্রী রিনাকে প্রায়ই মারপিট করতেন। এমনকি ভরণ-পোষণ দিতেন না। সোমবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে আবারও স্ত্রী রিনাকে মারপিট করে নুরে আলম। এরপর বিষপানে আত্মহত্যা করেন রিনা। তার লাশের পাশেই পাওয়া যায় একটি চিরকুট।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পর স্বামী নুরে আলম পলাতক।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।