ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিমানবন্দরের নিরাপত্তায় সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট

ঢাকা: বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তায় সরকারের পাশে থেকে সহযোগিতা দিতে আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
 
মঙ্গলবার (১৭ নভেম্বরে) সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করতে এসে একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।


 
মন্ত্রীর সঙ্গে আলাপ শেষে তিনি নিজেই সাংবাদিকদের কাছে এ আগ্রহের কথা জানান।
 
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় সব সরকারকে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা দিয়ে এসেছে। ‘সন্তোষজনক নয়’- এমন কথা আমরা বলবো না। তবে পরিস্থিতি আরও ভালো করতে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করছি আমরা।
 
তিনি বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের ৪৪ বছরের সুসম্পর্ক। আমরা একসঙ্গে কাজ করছি, বাংলাদেশকে সহযোগিতা করছি, অন্য দেশকেও করছি।
 
যুক্তরাষ্ট্র সব জায়গাতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা সারাবিশ্বের যেকোন স্থানেরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা চাই, প্রত্যেকে নিরাপদে থাকুক।
 
হামলার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, শুধু প্যারিস নয়, বিশ্বব্যাপী কোথাও যেন কোনো হামলা-হুমকিতে কোনো মানুষ কষ্ট না পায়- সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া।
 
‘তবে প্যারিসের পরে আরও সাবধানতা নিচ্ছি’- বলেন বার্নিকাট।
 
তিনি বলেন, শুরু থেকেই দেখছি, বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেতন রয়েছেন। নিরাপত্তার খাতিরে সরকার যা করছে, তা অবশ্যই প্রশংসনীয়।
 
‘সহিংস চরমপন্থা চ্যালেঞ্জ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কাজ নিয়ে আলোচনা করতে এসেছি’- যোগ করেন বার্নিকাট।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসকেএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।