ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বেড়াশুলা-কালিপুতা গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



রাশিদুল ওই গ্রামের আফজাল উদ্দিনের ছেলে। সে বেড়াশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বেড়াশুলা-কালিপুতা এলাকায় নিজেদের মোটরসাইকেল চালাচ্ছিল রাশিদুল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা রাশিদুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।