ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটমহলবাসীর ফেলে যাওয়া জমি বিক্রির প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিলুপ্ত ছিটমহলবাসীর ফেলে যাওয়া জমি বিক্রির প্রস্তাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশ অংশে বসবাসকারী ভারতের নাগরিকদের ফেলে যাওয়া জমি বাংলাদেশকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের দু’দিনব্যাপী সচিব পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।



বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়কে দেওয়া এ প্রস্তাবের পক্ষে সচিব পর্যায়ের বৈঠকে সম্মতি দিয়ে বলা হয়, এটা নির্ভর করবে এদেশের সরকারের ওপর।

বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতে নাগরিকত্ব নেওয়া বিলুপ্ত ছিটমহলবাসীর জমি কিনে নেওয়ার জন্য এদেশের ভূমি মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সম্মত তবে এ সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের ওপর। বৈঠকে ভারত জানায় সেদেশে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নেই।

গত ৩১ জুলাই মধ্যরাতে ১২টা ১ মিনিটে (১ আগস্ট) ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত ১৬২টি ছিটমহল স্থলবিনিময় চুক্তির (এলবিএ) আওতায় বিনিময় হয়।

১৯৭৪ সালে স্থলসীমা বিনিময় চুক্তি সংশোধনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ছিটমহল বিনিময় হয়।

চুক্তি অনুসারে বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭১১০ একর জমি) ভারতের অংশ হয়ে যায়। আর ভারতের ১১১টি ছিটমহল (১৭১৬০ একর জমি) বাংলাদেশের অংশ হয়।

বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি বিলুপ্ত ছিটমহলের ৪১ হাজার ৪৪৯ জন নাগরিকের মধ্যে ভারতে চলে চান ৯৭৯ জন। এসব বিলুপ্ত ছিটমহলবাসীর বেশিরভাগের জমি এখনও বাংলাদেশে অবিক্রিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।