ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ স্লোগানে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বগুড়ায় ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ স্লোগানে মিছিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ স্লোগানে বগুড়ায় মিছিল করেছে যুব ইউনিয়ন জেলা কমিটি। মিছিল শেষে এ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যুব ইউনিয়ন নেতারা।


 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা এলাকা থেকে এ মিছিল বের করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ কবির খান পাপ্পু, মামুনুর রহমান, সুকোমল চন্দ্র, শুভ শঙ্কর প্রমুখ।
 
পরে জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনের কাছে এ দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।