ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ৩ শিশুকে অপহরণ চেষ্টা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
সাভারে ৩ শিশুকে অপহরণ চেষ্টা, আটক ১ ছবি : প্রতীকী

সাভার (ঢাকা) : সাভারের শাহিবাগ এলাকার তিন শিশুকে অপহরণের চেষ্টাকালে রুহুল আমিন (৩৫) নামে এক অপহরণকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শাহিবাগ এলাকায় নিউ মডেল কিন্ডার গার্টেন ক্যাডেট হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।



এলাকাবাসী জানায়, মো. অভি (১০), টিনা (১১) ও আঁচল (১০) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুহুল আমিন ও তার তিন সহযোগী তাদের অপহরণের চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয়রা রুহুল আমিনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে রুহুলের তিন সহযোগী পালিয়ে যায়।

টিনার চাচা আকাশ বাংলানিউজকে জানান, ২০১২ সালে টিনার বাবা মো. নূর ইসলামকে সাভার থেকে অপহরণ করা হয়। এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। সে ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলার এক নম্বর আসামি রুহুল আমিন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।