ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ডেমরা শারুলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (৩৫) ও সবুজ (২৫) নামে দু’জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭) বিকেল সারে ৩টার দিকে ডেমরা শারুলিয়া এলাকায় বাদশা মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।



নিহত মাসুদের বড়ভাই সেলিম বাংলানিউজকে বলেন, আমাদের ক্রেন আছে, ক্রেন দিয়ে মালামাল আপলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সেলিম বলেন, এ ঘটনায় আরও দু’জন আহত আছেন বলে আমরা জানতে পেরেছি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, আহত দু’জনকে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।