ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জানালা দিয়ে জেএসসির প্রশ্ন পাচার, ২ পরীক্ষার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জানালা দিয়ে জেএসসির প্রশ্ন পাচার, ২ পরীক্ষার্থীর জরিমানা

জয়পুরহাট: জয়পুরহাটে জেএসএসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে জানালা দিয়ে প্রশ্ন পাচারের অপরাধে দুই পরীক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষা পরীক্ষায় প্রশ্নপত্র জানালা দিয়ে পাচারের অপরাধে ফরিদ আহম্মেদ ও একেএম ফজলে রাব্বী নামে দুই ছাত্রকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।



বিকেলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ  আদালতের বিচারক বাদল চন্দ্র হালদার এ সাজার নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থী ফরিদ হোসেন কালাই উপজেলার এমইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফজলে রাব্বী একই উপজেলার ওমর কিন্ডার গার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থী।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় জেএসসির কৃষি শিক্ষা পরীক্ষা শুরু হয়। বেলা ১১টার দিকে ওই দুই ছাত্র কেন্দ্রের বাইরে থাকা এক যুবকের কাছে জানালা দিয়ে একটি প্রশ্নপত্র পাচার করে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র প্রধান প্রাথমিকভাবে তাদের বহিষ্কার করেন।

পরবর্তীতে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও বাদল চন্দ্র হালদার বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।