ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় জেএসসি পরীক্ষার্থী বহনকারী গাড়িতে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আশুলিয়ায় জেএসসি পরীক্ষার্থী বহনকারী গাড়িতে ভাঙচুর

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় রাস্তার উপরের বৈদ্যুতিক তার বাসের ছাদে লেগে ছিঁড়ে যাওয়ার ঘটনায় জেএসসি পরীক্ষার্থী বহনকারী একটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষকসহ অন্তত পাঁচ শিক্ষার্থী।



মঙ্গলবার (১৭ নভেম্বর) আশুলিয়ার ভাদাইল এলাকার পেয়ারআলী স্কুল অ্যান্ড কলেজ ও হাজি ওয়াজ উদ্দিন প্রিক্যাডেট স্কুল অ্যান্ড হাইস্কুলের জেএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, বাসটি ভাদাইলের পবনারটেক এলাকা অতিক্রম করার সময় বাসের ছাদে লেগে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এসময় স্থানীয়রা বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় শিক্ষকসহ অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন।

বাসটি আটকে রাখলে প্রায় আধা ঘণ্টা পর পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে পৌঁছায় বাসটি। পরীক্ষা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা আশুলিয়া থানার সামনে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সাধারণ ডায়েরি করে ফিরে যান তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।