ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‌’ময়মনসিংহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
‌’ময়মনসিংহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: দখলদারদের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রবেশ পথ নগরীর চরপাড়া মোড়ের চার লেন এখন দুই লেনে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও সরেজমিনে এ সড়ক দখলের বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

তবে এসব অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. একাব্বর হোসেন।

মহাসড়কের সূচনা পয়েন্ট চরপাড়া মোড় দখলদারদের কব্জায় চলে যাওয়া নিয়ে চলতি মাসে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।

বিষয়টি নিয়ে কথা হয় মো. একাব্বর হোসেনের সঙ্গে। তিনি বলেন, মহাসড়কের প্রবেশ পথের এসব অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো দখলবাজি চলবে না। সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে মহাসড়ক ক্লিয়ার রাখার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া প্রয়োজন, ততটুকু করবো।


এ মহাসড়কের বিভিন্ন পয়েন্টের অবৈধ দোকান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের জন্যও স্ব স্ব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান একাব্বর হোসেন।


এদিকে চরপাড়া মোড় দখলের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাসের বলেন, মন্ত্রী মহোদয় তার একান্ত সচিবের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এ পয়েন্টের অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।