ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব শিশু দিবস

বৃহস্পতিবার রাস্তায় থাকবে ৮ হাজার তরুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বৃহস্পতিবার রাস্তায় থাকবে ৮ হাজার তরুণ ছবি :সোহাগ / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতে’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাদেশে প্রায় আট হাজার তরুণ ভলান্টিয়ার রাস্তায় থাকবেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ এ ঘোষণা দেন।



তরুণরা ওইদিন সুবিধাবঞ্চিত শিশুদের শৈশবে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের রাস্তা থেকে মাঠে বা পার্কে বিভিন্ন ধরনের বিনোদন দেবে।

বিশ্ব শিশু দিবসকে জনপ্রিয় ও শিশু অধিকার চর্চায় ২০০৯ সাল থেকে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং ভলান্টিয়ার ফর বাংলাদেশ এ দিবস পালন করে আসছে। করভী বলেন, ছয় বছর ধরে আমরা এ দিবস পালন করে আসছি। গত ৯ বছর ধরে মানসম্মত শিক্ষা ও শিশু শিশুদের অধিকার নিয়ে কাজ করছি।
 
তিনি বলেন, ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হলেও আমরা ১৯ নভেম্বর সারাদেশে ঘরে ঘরে গিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদনের ব্যবস্থা করবো। এতে প্রায় আট হাজার তরুণ অংশ নেবে। যারা কোনোদিন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছিলো না। ওইদিন এসব তরুণ শিশুদের পাশে থেকে অভিজ্ঞতা নেবে।

করভী বলেন, ওইদিন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে তাদের সঙ্গে ক্রিকেট খেলবেন। এছাড়া অনন্ত জলিল ও বর্ষা শিশুদের আনন্দ দিতে তাদের সঙ্গে দিন কাটাবেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।