ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় বিজিবির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ছাগলনাইয়ায় বিজিবির মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফেনী: মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়ায় মতবিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা।



উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ছাগলনাইয়া মধুগ্রাম বিওপি’র কোম্পানি কমান্ডার মো. হায়দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, পৌর মেয়র আলমগীর, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুর রহিম চুট্টু ও ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।