ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রবিউলের পরিবারকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রবিউলের পরিবারকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

ঢাকা: কৃত্রিমভাবে সংযোজন করা হাত খুলে রেখে রাজধানীর কাফরুলে ভিক্ষা করানো নয় বছরের শিশু রবিউল ইসলাম শান্তর পরিবারের সদস্যদের আগামী ২২ নভেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
গত ১৬ নভেম্বর একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
ওই প্রতিবেদনে বলা হয়, গুলশানের কড়াইল বস্তিতে পরিবারের সঙ্গে থাকতো শিশু রবিউল। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। কয়েক দিন পর দুই হাত কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। পরে ওই শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসা করান প্রধানমন্ত্রীর কার্যালয়ের নারী কর্মকর্তা রুকসানা কামার। সেখানে রবিউলের কৃত্রিম হাত সংযোজন করা হয়। অথচ ওই রবিউলকে দিয়ে এখন রাজধানীর কাফরুল এলাকায় ভিক্ষাবৃত্তি করাচ্ছেন তার মা নাসিমা বেগম। রবিউলের কৃত্রিম হাতও খুলে ফেলা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে সম্প্রতি কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুকসানা কামার।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।