ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইতালিয় ধর্মযাজককে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
দিনাজপুরে ইতালিয় ধর্মযাজককে গুলি ছবি: সংগৃহীত

দিনাজপুর: দিনাজপুর সদরের কালুর মোড়ের বিআরটিসি বাসস্ট্যান্ডে ডা. পিয়েরো নামে ইতালির এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক তারেক।

পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বাংলানিউজকে জানান, ডা. পিয়েরো একজন ধর্মযাজক। দিনাজপুর স্যানভিন সেন্ত হাসপাতালের এই চিকিৎসক সুইহারী ক্যাথলিক মিশনের নভারা টেকনিক্যাল স্কুল চত্বরে বসবাস করেন।   প্রতিদিনের মতো বুধবার সকালে বাই সাইকেলে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।
Dinajpur_bg
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট: ১০১৭
এসএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।