ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদের রিভিউ আদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মুজাহিদের রিভিউ আদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা সিলেটে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

সিলেট: মুজাহিদের রিভিউ আদেশকে কেন্দ্র করে সিলেট মহানগরী ও আশপাশের এলাকা এবং উপজেলা সদরগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের আদেশের রায় দেওয়া হবে।



রিভিউ আবেদনের আদেশকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে এমন নিরাপত্তার উদ্যোগ নিয়েছে সিলেটের আইন-শৃঙ্খলা বাহিনী। ৠাব, পুলিশের নির্ধারিত সংখ্যক ফোর্সের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ফোর্স এমনকি বিজিবি সদস্যরাও রয়েছে।

যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। তিনি বলেন, প্রয়োজনে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, পোশাকে-সাদা পোশাকে মহানগরীর অলি-গলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে নামানো হবে জল কামান ও রায়াট কার।

যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে মহানগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশি টহল। যানবাহন তল্লাশি ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। এক কথায় সিলেট মহানগরী কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে বলে জানান তিনি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, সকাল থেকে সিলেটের উপজেলা সদরগুলোতে ১৩ শতাধিক ফোর্স নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
সেই সঙ্গে রিজার্ভ ফোর্স থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নেওয়ার পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে বলে জানান তিনি।  

সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বাংলানিউজকে বলেন, বাংলাদেশে আদালতের রায় সর্বোচ্চ, এ রায়ের বিরুদ্ধে গিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তাদের কঠোরভাবে দমন করবে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা ‍নভেম্বর ১৮, ২০১৫
এনইউ/ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।