ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালী: নাশকতার ও সহিংসতার আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে এ সিন্ধান্ত নেওয়া হয়।



বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা শহর মাইজদীতে অতিরিক্ত আরো এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

অতিরিক্ত জেলা প্রশাসক  ড. মাহে আলম বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে বুধবার সকাল জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।