ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ পারাপার

বেনাপোলে ১২ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বেনাপোলে ১২ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে ১২ বাংলাদেশি নারী-পুরুষ আটক হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে বেনাপোল বাস স্ট্যান্ড ও পুটখালী সড়ক থেকে তাদের আটক হয়।

তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির হাতে আটকরা হলেন, গাইবান্ধার সাইদুরের স্ত্রী মিতু খাতুন (১৯), নরসিংদীর ফিরোজের ছেলে রুবেল (২৫), সিরাজগঞ্জের চান মিয়ার ছেলে সাইফুল (৩২), বগুড়ার গফফারের ছেলে মামুদুল (৩০), ফরিদপুরের ইসরাইলের ছেলে আবুল (৩২) ও কুষ্টিয়ার আসরাফের ছেলে কবীর (২৮)।

অন্যদিকে একই সময় বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক একটি অভিযানে আটক হয়, নড়াইলের তোফাজ্জেলের ছেলে হাসান মোল্লা (৩২), খুলনার খাজা সরদারের ছেলে লিটন সরদার (২৫), নবজাল মোল্লার ছেলে মেলদার মোল্লা (২৪), সাথে শিশু লিপা খাতুন (১১), তজিবর শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭) ও তার মেয়ে শিশু লায়লা (১২)।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসরাফ বাংলানিউজকে জানান, আটকরা অবৈধ ভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্তে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১সি ধারায়) মাললা হয়েছে।

বুধবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।