ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে প্রধান বিচারপতির বাড়িতে নিরাপত্তা জোরদার

মো. মাহবুবুর রহমান রাহেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মৌলভীবাজারে প্রধান বিচারপতির বাড়িতে নিরাপত্তা জোরদার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে ঘোষণার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।



প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ দু’টি রিভিউয়ের রায় দেওয়া হবে।

এ দু’টি রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধান বিচারপতির ছোট ভাই নীল মনি সিনহা বাংলানিউজকে বলেন, বাড়ির নিরাপত্তায় চারজন পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আশা করি কোনো সমস্যা হবে না।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল  বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।


ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন নায়েক আব্দুল কুদ্দুস, কনস্টেবল রাধা কান্ত বিশ্বাস, আবু সাইদ ও সাদেকুল ইসলাম।

উল্লেখ্য, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ১১ ডিসেম্বর বুধবার ভোরে দুর্বৃত্তরা তৎকালীন সুপ্রিমকোর্টের সিনিয়র বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।