ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
শার্শায় অস্ত্রসহ যুবক আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় একটি ওয়ান শুটার পিস্তলসহ আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শার্শার তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

তিনি ওই গ্রামের চাঁদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অস্ত্রসহ আটক আলমগীর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে পুলিশের কাছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাড়িতে চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ওই সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।