ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বগুড়ায় সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বগুড়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৮নভেম্বর) সকাল থেকেই শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জলকামান ও রায়টকার প্রস্তুত রাখা হয়েছে।
 
শহর ছাড়াও বিএনপি ও জামায়াত অধ্যুষিত শেরপুর, শাজাহানপুর, নন্দীগ্রাম, গাবতলী, কাহালু, আদমদীঘি, দুপচাঁচিয়া, শিবগঞ্জ, সোনাতলা শহর এলাকাসহ  গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এছাড়া বগুড়াসহ এসব উপজেলার বিভিন্ন সড়ক ও ঢাকা-বগুড়া মহাসড়ক এবং বগুড়া-রংপুর মহাসড়কের একাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ৠাবও নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত রয়েছে।   
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়ির সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বলেন, বিএনপি ও জামায়াত নেতার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
 
নাশকতা ঠেকাতে পুলিশ ও ৠাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।