ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। প্রচলতি আইন অনুযায়ী এনজিও বিষয়ক ব্যুরো তাদের নিবন্ধন বাতিল করতে পারে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।



বুধবার (১৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, প্রচলিত আইনে আছে, সংসদ, সংবিধান ও রাষ্ট্র সম্পর্কে কেউ বিদ্বেষমূলক কথা বলতে পারবে না। কিন্তু টিআইবি সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছে। তাদের ক্ষমা চাওয়ার জন্য তিনদিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখনও ভুল স্বীকার করেনি। তাদের এতোই অহমিকা যে, তারা সংসদের কাছে মাথা নত করবে না।

তাই ‘বৈদেশিক অনুদান ও স্বেচ্ছাসেবক বিল-২০১৫’র মধ্যে টিআইবি’র নিবন্ধন বাতিলের সুপারিশ সংযোজন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, টিআইবি’র নিবন্ধন বাতিল করতে কোনো বাধা নেই। আমরা সুপারিশ করেছি, এনজিও বিষয়ক ব্যুরো তাদের নিবন্ধন বাতিল করবে।

তিনি বলেন, আজ সংসদ সম্পর্কে বলবে, কাল ইসি, এরপর আরও বড় কিছু। তখন রাষ্ট্র কী করবে? এ জন্য তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারী অপরাধে বিচার করবো না, তবে এগুলো হলে নিবন্ধন বাতিল করা হবে।

তিনি আরও বলেন, আমাদের এনজিও বিষয়ক ব্যুরো প্রচলিত আইন অনুযায়ী বাতিল  করবে তাদের নিবন্ধন। আমরা তো বলিনি তাদের কোমড়ে দড়ি বেঁধে নিয়ে আসতে।
 
এজিও’র জবাবদিহিতা বিষয়ে সুরঞ্জিত বলেন, এনজিওদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এতো দিন এনজিও’র অর্থ খরচের কোনো হিসেব ছিল না। বিষয়টি নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকার এনজিওবান্ধব বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫/আপডেট ১৮২৬ ঘণ্টা
এসএম/আরএম/আইএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।