ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে কলেজছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
গোপালগঞ্জে কলেজছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক এলাকা থেকে শান্ত বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্র ও গণেশ গোলদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) জেলা শহরের মান্দারতলা ও গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।



মৃত শান্ত বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের আলী আশরাফ বিশ্বাসের ছেলে। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে মান্দারতলার একটি ভাড়া বাড়িতে শান্ত বিশ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে ওই কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে ঘটনাস্থলে পাওয়া এক চিরকুটে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম বাংলানিউজকে বলেন, বুধবার রাতে কলপুর গ্রামে মা ও শিশু কেন্দ্রের নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক তারে জড়িয়ে গণেশ গোলদারের মৃত্যু হয়। ভোরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।