ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এক কিলোমিটার পর পর টয়লেটের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে এক কিলোমিটার পর পর টয়লেটের দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: রাজধানীতে প্রতি এক কিলোমিটার পর পর পাবলিক টয়লেট করার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান।
 
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।


 
শামীম ওসমান বলেন, আজকে একটি দৃশ্য দেখে ভাবলাম যে- সংসদে বলা দরকার। এখানে আমাদের সুযোগ্য স্থানীয় সরকার মন্ত্রী আছেন। আমার আজকে সচিবালয় থেকে সংসদে আসতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। প্রচণ্ড ট্রাফিক জ্যাম। ভেবেছিলাম দুই রাজাকারের ফাঁসি রায় বহাল হয়েছে, রাস্তা-ঘাট মনে হয় একটু ফাঁকা হবে। কিন্তু কেউ এদের রায় আমলে নিচ্ছেন না। কিন্তু যে দৃশ্যটি দেখলাম। তাতে খুব বিব্রত বোধ করেছি।

বিশ্বের অনেক উন্নত দেশের শহরে শহরে রাস্তার পাশে পাবলিক টয়লেট থাকে এমনটা জানিয়ে তিনি বলেন, আমাদেরও দুই-একটি আছে। কিন্তু সেগুলোর বেহাল অবস্থা। এখন বিশেষ করে, মানুষের জন্য রাজধানীতে দশ-বারোটি পাবলিক টয়লেট হওয়া খুব প্রয়োজন।

এক্ষেত্রে নিজস্ব অভিমত ব্যক্ত করে শামীম ওসমান বলেন, আমার মনে হয় সেগুলো সরকার না চালিয়ে পাবলিক সেক্টরকে দেওয়া উচিত। যার প্রয়োজন হবে, দুই-চার টাকা করে দেবে আর সেখানে যাবে।

ঢাকা শহরে যদি প্রতি এক কিলোমিটার পর পর পাবলিক টয়লেট থাকে তাহলে অনেক মানুষকে বিব্রতের হাত থেকে বাঁচাতে পারা যাবে বলে দাবি করেন এই এমপি।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।