ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ডিআরইউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ৩১ জন পুরস্কার পেয়েছেন।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার ক্রীড়ায় দাবা (পুরুষ) ৩, ক্যারাম (পুরুষ) ৩, অকশন ব্রিজ ৬, শ্যূটিং ৪, সাঁতার ৩, ম্যারাথন ৩, আরচ্যারি ৩, দাবা (মহিলা) ৩ ও ক্যারাম (মহিলা) ৩ জন পুরস্কার লাভ করেন।

ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভূঁইয়া, ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।