ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে হাতি লাল বাহাদুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাজবাড়ীতে হাতি লাল বাহাদুরের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজবাড়ী: মাত্র ছত্রিশ বছর বয়সে মারা গেলো দি নিউ কমলা সার্কাসের হাতি লাল বাহাদুর।

বৃহস্পতিবার( ১৯ নভেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাতিটির।



রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গণেশ চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান, শুক্রবার(১৩ নভেম্বর) জেলার পাংশা থেকে লাল বাহাদুর নামে সার্কসের একটি হাতি চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আনা হয়। হাতিটিকে সপ্তাহব্যাপী সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লা মো. আহসান চিকিৎসা দেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা চিরিয়াখানার ভেটেনারি সার্জন ডা. নাজমূল হাসানের সঙ্গে পরামর্শক্রমে গাজীপুর সাফারি পার্কের কনসালটেন্ট ডা. মো. শহীদুল্লার সহযোগিতায় চিকিৎসা দেওয়া হয়। সরকারিভাবে অনেক ওষুধ দিয়েও হতিটিকে বাঁচানো গেলো না।

সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লা মো. আহসান বাংলানিউজকে জানান, হাতিটির প্রচণ্ড পানি শূন্যতা, কৃমি, জিহ্বা ও দাঁতের গোড়ায় ঘা ছিলো। লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতাও ছিলো। জিঞ্জিভাইটিস রোগেও ভ’গছিলো হাতিটি। তবে, কি রোগে হাতিটি মারা গেলো তা জানার জন্য প্রয়োজনীয় নমুনা কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ও গবেষণা কার্যালয়ে পাঠানো হয়েছে।

হাতি লাল বাহাদুরের মাহুত রবিউল শেখ বাংলানিউজকে জানান, এটি নিউ কমলা সার্কসের হাতি। ৭দিন আগে হাতিটি রাতে খাবার খেয়ে শুয়ে থাকে। সকালে উঠে দাঁড়ালেও কোনো রকম খাবার খাচ্ছিলো না। লাল বাহাদুর বেশ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ীতে চিকিৎসার জন্য আনা হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।