ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পিস্তল-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাজশাহীতে পিস্তল-গুলিসহ আটক ১ ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউণ্ড গুলিসহ ইয়াসিন আলী (১৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ২টার দিকে র‌্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে।



এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর বহরমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চক দুর্গাপুর এলাকার বজলুর রহমানের ছেলে।

বার্তায় জানানো হয়, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাকে হাতেনাতে আটক করতে হড়গ্রাম র‌্যাব ক্যাম্পের দল বেশ কিছুদিন ধরে তৎপর ছিলো।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, অস্ত্র বিক্রির জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর বাইপাস এলাকায় অবস্থান করছেন। এর প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ ইয়াসিন আলীকে আটক করা হয়।

এ ঘটনায় বর্তমানে রাজপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস/এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।