ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
হাইমচরে যুবককে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের আরিফ হোসেন খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ খান বাড়ির মো. মিজানুর রহমান খানের ছেলে।

নিহতের স্ত্রী আছমা আক্তার বাংলানিউজকে জানান, বুধবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে আরিফের সঙ্গে তার শাশুড়ি খুকি বেগমের বাক-বিতণ্ডা হয়। এ সময় আছমা পাশের গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। ভোরে ৪/৫ জন মুখশধারী দুর্বৃত্ত তাদের ঘরে ঢুকে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। সকালে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় আরিফকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় আরিফের মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলায়েত হোসেন খান বাংলানিউজকে জানান, আরিফের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছিল, তবে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।