ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্লগার অনন্ত হত্যা: সাত দিনের রিমান্ডে এক আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ব্লগার অনন্ত হত্যা: সাত দিনের রিমান্ডে এক আসামি ছবি : প্রতীকী

সিলেট: সিলেটে লেখক ও ব্লগার অনন্ত হত্যা মামলায় জাফরান হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তাকে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ।



আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী বাংলানিউজকে জানান,শ‍ুনানি শেষে আদালতের বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ পর্যন্ত অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ চারজনকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।

গত ১২ মে সিলেটের সুবিদবাজারে তার বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।

এ মামলায় ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ।

এদের মধ্যে মান্নান রাহী এ মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।