নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার শাহিনা বেগম (২৭) হত্যা মামলায় দুই দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মাহবুবুল আলম সাজার আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি গ্রামের ভাসানীর চরের বাহাজ আলী (৪০) ও জাফর আলী শেখ (৩৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভাসানীর চরে সঞ্চয় সমিতির অর্থ সম্পাদক ছিলেন সেখানকার রফিকুল ইসলামের স্ত্রী শাহীনা খাতুন। সঞ্চয়ের টাকা নিয়ে শাহিনার সঙ্গে সাজাপ্রাপ্ত দেবর বাহাজ আলী ও জাফর আলীর বিবাদ শুরু হওয়ায় ২০০৬ সালের ২৯ জুলাই রাতে ঘরের দরজা ভেঙে রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা খাতুনের উপর হামলা চালালে ঘটনাস্থলে মারা যান শাহিনা।
হত্যার ঘটনায় শাহিনার চাচা শ্বশুরের ছেলে জাফর আলী শেখ বাদী হয়ে দু’জনকে আসামি করে ডিমলা থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ