ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তার পাঁচ আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তার আইনজীবীরা শুক্রবার দেখা করার সময় চেয়ে আবেদন করেছেন।



ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে মুজাহিদের আইনজীবী গাজী এম এইচ তানিম বাংলানিউজকে জানান, আইনজীবীদের পক্ষ থেকে তিনি আবেদনকারী। আবেদনে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেখা করার সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

গাজী তানিম বলেন, দেখা করার সুযোগ তাদের দেওয়া উচিত। এই সাক্ষতে রায়ের বিষয়ে বিস্তারিত জানাবো। কথা বলবো বিভিন্ন বিষয়ে।

পাঁচজন আইনজীবী দেখা করতে চান। তারা হলেন, মো. নজরুল ইসলাম, মশিউল আলম, মো. সাইফুর রহমান, গাজী এম এইচ তানিম ও মশিউর রহমান আকন্দ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এজেডএস/আইএ

** রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ
** শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** নিজেকে এখনও নির্দোষ দাবি করছেন মুজাহিদ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের
** মুজাহিদের সঙ্গে দেখা করলেন স্বজনরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।