খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা সদরের খবং পুড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খবং পুড়িয়ার দশবল বৌদ্ধবিহার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নিকাশ চাকমা, স্বপন চাকমা ও মানিক ধন চাকমা।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছিরুল হাসান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খবং পুড়িয়া এলাকার দশবল বৌদ্ধ বিহারের পাশবর্তী দোকান থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে দুটি এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এদিকে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে ইউপিডিএফ নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ