ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরেবাংলার জন্মভিটা সংরক্ষণের উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শেরেবাংলার জন্মভিটা সংরক্ষণের উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা বাঙালি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া মিয়াবাড়ির মাতুলালয়ের সেই জন্মভবনটি অবশেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

প্রায় দেড়শ বছর পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জন্মভিটা সংরক্ষণের উদ্যোগ সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়ে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।



উপজেলার সাতুরিয়া গ্রামে শেরেবাংলার জন্মভিটা (নানাবাড়ি) নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইন মিডিয়ায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।

আজ থেকে ১৪২ বছর আগে এখানেই জন্মেছিলেন শেরেবাংলা। খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তর শেরেবাংলার মাতুলালয় সংরক্ষণের উদ্যোগ-সংক্রান্ত একটি চিঠি ঝালকাঠি জেলা প্রশাসক ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে পাঠিয়েছে।

চিঠি পাঠানোর পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ওই স্থান পরিদর্শনও করেছেন বলে বৃহস্পতিবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়–য়া বাংলানিউজকে জানান।

তিনি জানান, খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আমিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে দ্রুততম সময়ের মধ্যে শেরেবাংলার জন্মস্থান সম্পর্কে সচিত্র প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ব্যাপারে সব কাগজ তৈরি করে দ্রুত পাঠানো হবে। এর পরেই আনুষ্ঠানিকভাবে এই দর্শনীয় স্থান সংরক্ষণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।

দীর্ঘদিন ধরে রাজাপুরের সাতুরিয়া গ্রামে শেরেবাংলার জন্মস্থান সংরক্ষণসহ তার মাতুলালয়ে একটি স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি করে আসছেন স্থানীয়রা।

এর আগে বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ২০০৮-০৯ সালে দেশের বিভিন্ন স্থানে পর্যটন সুবিধা গড়ে তোলার জন্য পর্যটন স্থান/স্পট চিহ্নিতকরণের কাজ করে। এ সময় শেরে বাংলার জন্মস্থানটিকে এর আওতায় নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদফতর শেরে বাংলার জন্মভবনকে ১৯৬৮ সালের প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী পুরাকীর্তি হিসেবে সংরক্ষণযোগ্য বিবেচিত হওয়ায় ভবনটি সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রত্নসম্পদ আইনের ১০ ধারা (১) উপ-ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১ নম্বর সাতুরিয়া মৌজার তিনটি খতিয়ান ও দাগের মোট দশমিক ৬১ একর জমি সংরক্ষিত প্রত্নসম্পদ বলে ঘোষণা করে।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ‘বাংলার বাঘ’ খ্যাত শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।