ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে বিদেশিদের নিরাপত্তা জোরদার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পার্বতীপুরে বিদেশিদের নিরাপত্তা জোরদার

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ৩টি সরকারি ও ২টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১১ দেশের ৩১৪ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিনাজপুর সদরে বুধবার (১৮ নভেম্বর) সকালে ইতালীয় নাগরিক ডাক্তার পিয়েরো পারোলারি (৫৭) হত্যা চেষ্টার পর পার্বতীপুরে যেসব প্রতিষ্ঠানে বিদেশিরা কর্মরত রয়েছেন সেসব প্রতিষ্ঠানের সামনে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।



বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যের সতর্কাবস্থায় রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বতীপুরে ৩টি সরকারি ও ২টি বেসরকারি প্রতিষ্ঠানে আমেরিকা, বৃটেন, জার্মানি, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ইউক্রেন, পোল্যান্ড, আয়ারল্যান্ড, চিন এবং দক্ষিণ কোরিয়ার ৩১৪ জন নাগরিক কর্মরত রয়েছেন।

এরমধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি (২২০ জন) ও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে (৪৪ জন) এ দুটি সরকারি প্রতিষ্ঠানেই ২৬৪ জন চীনা নাগরিক রয়েছেন। এছাড়া মধ্যপাড়া পাথর খনিতে রয়েছে ৪ জন ইউক্রেনের নাগরিক।

পার্বতীপুর শহরের অদূরে রাজাবাসর এলাকায় অবস্থিত বিদেশি মিশনারীদের দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালে ৬টি দেশের নারী, শিশু, চিকিৎসকসহ ৪১ জন বিদেশী নাগরিক রয়েছেন।

এরমধ্যে আমেরিকান ৯ জন, ব্রিটিশ ৭, নেদারল্যান্ডের ১০, সুইজারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ৪, জার্মানির ২ ও দক্ষিণ কোরিয়ার ৪ জন নাগরিক রয়েছেন।

এছাড়া হলদীবাড়িতে অবস্থিত বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রে রয়েছে ৩টি দেশের ১১ জন নাগরিক। তাদের মধ্যে ব্রিটিশ ৯ জন, আয়ারল্যান্ডের একজন ও পোল্যান্ডের একজন রয়েছেন।

বিদেশি মিশনারীদের দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বাংলানিউজকে জানান, হাসপাতালের নির্বাহী পরিচালক ডক্টর ষ্টিভ উইদিং টন জরুরি প্রয়োজন ছাড়া বিদেশীদের অফিসের বাইরে না যাওয়ার ও চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, বিদেশীদের নিরাপত্তায় সর্তকতা অবলম্বন করা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। খনি এলাকায় আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা সর্তকাবস্থায় রয়েছেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, রংপুরে জাপানি নাগরিক হত্যার পর থেকে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন দেশের বিদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। দিনাজপুরের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।