ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ১ ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় থেকে ৪ লাখ ৯৬ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ ফিটু (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।



আটক ফিটু উপজেলার কালিগঞ্জ নয়াটোলার ভারতীয় জাল রুপির সন্দেহভাজন ব্যবসায়ী মৃত ভগু’র ছেলে।

র‌্যাব-৫ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি অপারেশন দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রসুলের মোড়ে অভিযান চালায়। এ সময় ফিটুকে ৪ লাখ ৯৬ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ হাতেনাতে আটক করা হয়।
 
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফিটু দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল টাকা চোরাচালানের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় রাতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫ আপডেট ০৯৩৪ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।