ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া এসিডে যুবক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া এসিডে যুবক দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নে প্রতিপক্ষের ছোড়া এডিসডে ঝলসে গেল রাজন মিয়া (২৫) নামে এক যুবকের শরীর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌঁনে ৯টায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিডদগ্ধ যুবক ওই ইউনিয়নের নজরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতার জেরে সহিলপুর গ্রামে প্রতিপক্ষের ছোড়া এসিডে দগ্ধ হয় রাজন।

রাজনের বাবা নজরুল ও ওয়ার্ড সদস্য লাল মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশি গ্রামের আব্দুল আলীর ছেলে মন্নাফ ও মোতালেবের ছেলে রুবেল একত্রিত হয়ে রাজনকে এসিড ছুঁড়ে মারে।

এ অবস্থায় রাজনকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, রাজনের শরীরের ৪০শতাংশ এসিডদগ্ধ হয়েছে।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।