ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লামায় গাছ চাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
লামায় গাছ চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় চলন্ত গাড়ির ওপর গাছ চাপা পড়ে মো. সাগর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ দুইজন।


 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার লামা-আলীকদম সড়কের হরিণঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
মৃত মো. সাগর চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার বাসিন্দা মাসুক আহমদের ছেলে।

আহতরা হলেন, মো. ইউনুছ (৬০) ও গাড়ি চালক মো. সাত্তার (৩১)।

স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার ব্যবসায় মো. সাগর ও মো. ইউনুছ রাতে পৌরসভার শিলতুয়া এলাকা পিকআপ বোঝাই করে মালামাল নিয়ে চকরিয়া যাচ্ছিলেন। পথে হরিণঝিরি এলাকায় সড়কের পাশে বাগানের গাছ কাটার সময় একটি গাছ হঠাৎ চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে চাপা পড়ে চালকসহ দুই ব্যবসায়ী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সাগরকে মৃত ঘোষণা করেন। পরে পিকআপ চালক সাত্তারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরডিজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।