ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার বিনষ্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
যশোরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার বিনষ্ট

যশোর: যশোরের শিল্পনগরী নওয়াপাড়ার আকতার অ্যাগ্রো ফার্টিলাইজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদ না থাকায় বিপুল পরিমাণ সার বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিফাত মেহনাজ এ অভিযান পরিচালনা করেন।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আকতার অ্যাগ্রো ফার্টিলাইজার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় গুদামে মেয়াদোত্তীর্ণ সার রাখা ও বাজারজাত করার দায়ে কারখানার নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুসকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কারখানা থেকে জমাটবাঁধা ৫৬৮ বস্তা ইউরিয়া, ৬৪০ বস্তা টিএসপি ও ৮০ মেট্রিক টন জিপসাম সার জব্দ করে পাশের পুকুরে ফেলে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।