ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বান্দরবানে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, অস্ত্রসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের আমতলী পাড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।

 

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১শ’ পিস ইয়াবা, স্কু ডাইভার ও কাটারসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন-মো. ইলিয়াছ প্রকাশ ভুলু (প্রকাশ ইয়াবা ভুলু) ও মো. রুবেল।

পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সদরের রাজবিলা ইউনিয়নের আমতলী পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীদের ধরতে গেলে মো. তোহেল আহম্মেদ নামে ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হয়।

এ সময় দুই সন্ত্রাসীকে আটক করা গেলেও তাদের চার সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

আটক মো. ইলিয়াছ প্রকাশ ভুলুর নামে বান্দরবান ও রাঙ্গামাটিসহ কয়েকটি থানায় অপহরণ, অবৈধ অস্ত্র বহন, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
 
বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, আটক সন্ত্রাসীদের বিরুদ্বে অস্ত্র ও মাদ্রকদ্রব্য বহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫/১২৩৮ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।