ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বগুড়ায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনে প্রতি বিভাগে ন্যূনতম একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ ৬দফা দাবি বাস্তবায়নে বগুড়া মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

  
 
পলিটেকনিক শিক্ষার্থী ওসমান গণি মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কিবরিয়া হোসেন, শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, মাসুকুর রহমান, আলমগীর হোসেন, ওমর ফারুক প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। সেই ধারণা থেকেই দেশে পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে ওঠে। বর্তমানে দেশে ৪৯টি সরকারি এবং ৪শ’টির অধিক বেসরকারি ইনস্টিটিউট রয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভুমিকা অপরিসীম। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকতর জ্ঞান ও দক্ষতা অর্জনে বিএসসি ডিগ্রি অর্জনের জন্য আগ্রহ এবং প্রয়োজনীয়তা দুই বাড়ছে।
 
তাই সমাবেশ থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনে প্রতি বিভাগে ন্যূনতম একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষক সংকট নিরসন, ল্যাবরেটরি আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ, আবাসন-পরিবহন-ক্লাস রুম সংকট নিরসন, যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহ এবং ট্রেনিংয়ে সম্মানজনক ভাতা প্রদানের দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।