ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাক ফাঁসির বৈঠক সম্পন্ন সচিবালয়ে

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
প্রাক ফাঁসির বৈঠক সম্পন্ন সচিবালয়ে

ঢাকা: দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করেছেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

ধারণা করা হছে এটিই ফাঁসির আগে উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠক।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠক শেষ করে আইজি (প্রিজন) দুপুর সাড়ে ১২টায় সচিবালয় থেকে বের হয়ে যান। বৈঠকে তিনি ফাঁসি সংক্রান্ত সব কাগজপত্রও বুঝে নেন।

এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্র সচিব সচিবালয় থেকে বেরিয়ে যান।

একজন অতিরিক্ত সচিবও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএমএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।