ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির আইরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির আইরিন ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে আইরিন আক্তার নামে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রী।

স্কুলের বন্ধুদের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও শিক্ষকদের চেষ্টায় এ বাল্যবিয়ে বন্ধ হয়।



শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন মিরাজ বাংলানিউজকে বিষয়টি জানান।

আইরিন আক্তার উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী এবং চর রমিজ গ্রামের রেজাউল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পার্শ্ববর্তী বড়খেরী ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মো. নাজিম উদ্দিনের সঙ্গে আইরিনের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। এ খবর স্কুলের বন্ধুরা তাদের শিক্ষক মো. বেলালকে জানায়। পরে ওই শিক্ষক-স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার ও আওয়ামী লীগ নেতা আরমান হোসেন মিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করেন। অবশেষে তাদের প্রচেষ্টায় গভীররাতে বিয়ের আয়োজন বন্ধ হয়। আইরিন ফিরে পায় চলমান শিক্ষা জীবন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।