ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নাটোরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মিছিল-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে চামড়া ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন জেলার চকবৈদ্যনাথ এলাকার চামড়া ব্যবসায়ী, আড়তদার, মালিক ও শ্রমিকরা।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জেলার চকবৈদ্যনাথ এলাকা থেকে একটি লাঠি মিছিল বের করা হয়।

পরে ওই এলাকার চামড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি শরীফুল ইসলাম অভিযোগ করেন, সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী শাহরুক, শ্রমিক শান্তসহ তিনজন গুরুতর আহত হন।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তিনি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।