ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় মাইকেল মধুসূদন দত্তের স্মরণসভা শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ঢাকায় মাইকেল মধুসূদন দত্তের স্মরণসভা শনিবার ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

যশোর: ঢাকায় প্রথমবারের মতো মাইকেল মধুসূদন দত্ত’র স্মরণসভা আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) যশোর জেলা প্রশাসনের আয়োজনে ঢাকা জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হবে।



স্মরণ সভার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে মাইকেলের লেখা ও তার ওপর লেখা বই নিয়ে ‘বইমেলা’, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিআলেখ্য ‘জন্ম যদি তব বঙ্গে’ এবং নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ মঞ্চস্থ হবে বলে। এতে যশোরের শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও আলোচনা সভায় জাতীয় পর্যায়ের গুণি ব্যক্তিরা অংশ নেবেন।

ড. হুমায়ুন কবীর জানান, মাইকেল মধুসূদন দত্ত শুধু বাংলাদেশের কবি নন, তিনি বিশ্বের কবি। তবে তার জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ জানুয়ারি তার জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা গতানুগতিক গ্রাম্য মেলার আদলে উদযাপন করা হয়।

কিন্তু তাকে নিয়ে জাতীয় পর্যায়ে ঢাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না। এজন্য মহাকবিকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতে যশোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো ঢাকায় মাইকেল মধুসূদন দত্ত স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।