ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ট্রাক চাপায় দাদা-নাতি নিহত

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নবাবগঞ্জে ট্রাক চাপায় দাদা-নাতি নিহত

দিনাজপুর/পার্বতীপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ধলার দর্গা এলাকায় ট্রাক চাপায় দাদা-নাতি নিহত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিরামপুর-ঢাকা মহাসড়কে দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, ভ্যানচালক আলতাফ হোসেন (৫৫) ও তার নাতি মঞ্জুরুল হক (০৯)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে আলতাফ হোসেন ভ্যানে করে তার নাতিকে নিয়ে ভাদুরিয়া থেকে ধলার দর্গার দিকে যাচ্ছিলেন। এসময় বিরামপুর-ঢাকা মহাসড়কে পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলে দাদা-নাতি নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।