ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাশেমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
কাশেমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ নাসির উদ্দিন তালুকদার (৭০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তার ময়নাতদন্ত শেষ হয়।



নাসির উদ্দিন তালুকদারের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর উপজেলার কড়াইল এলাকার মৃত মানিক উদ্দিন তালুকদারের ছেলে।

কাশেমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, নাসির উদ্দীন হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর কারাগারে আসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম তালুকদার জানান, নাসির উদ্দীনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।