ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
সাতক্ষীরায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাসচাপায় রাশিদা (৪০) নামে এক নারী ও তার মেয়ে সুমির (১২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড়ে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রাশিদা সাতক্ষীরা পৌরসভার বাগানবাড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব বাংলানিউজকে বলেন, রাশিদা তার মেয়ে সুমিকে নিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি বাস ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহত মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।