ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
‘জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই’ ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

ঢাকা: জামায়াত ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণের গণঅবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তিনি।



শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

ইমরান এইচ সরকার বলেন, এই দুই যুদ্ধাপরাধী গত পাঁচ বছর ধরে আইনি লড়াই করেছেন। তারা আইনের বিভিন্ন ধাপের সর্বোচ্চ সুযোগ নিয়েছেন। ভেবেছিলেন সময় নষ্ট করে হয়ত আলাদিনের চেরাগের মতো দেশে এমন কিছু হয়ে যাবে যে তারা মুক্তি পাবেন। কিন্তু সে দিন নেই।

তিনি একাত্তরে পরাজিত শক্তির বিষয়টি ইঙ্গিত করে বলেন, বাংলাদেশে পরিবর্তন এসেছে। এখন আর ’৭৫ আসবে না। বিষয়টি তারা আঁচ করতে পারেননি। তাই তাদের ভুল ধারণা ছিল। তাদের ফাঁসি হবে, এখনকার সময়টি একটি ঐতিহাসিক সময়।

বাংলাদেশ স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্যের দিকে যাত্রা শুরু করেছে বলেও মত দেন ডা. ইমরান।

মঞ্চের মুখপাত্র আরও বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাকাকে নিয়ে বিএনপির বক্তব্য প্রমাণ করলো যে জামায়াত আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ফাঁসি থেকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে। তারা দেশের শাসন ব্যবস্থা নষ্ট করে দিতে চায়।

ব্লগারদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরুর সময় থেকেই আমরা আমাদের বেশ কিছু সহযোদ্ধাকে হারিয়েছি। কিন্তু আমরা ভয় পাই না। আর ভয় পাবোও না, যতদিন বাংলাদেশ রাজাকারমুক্ত হবে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, অ্যাডভোকেট সাঈদা সুলতানা এ্যানী, ব্লগার মারুফ রসূল ভাস্কর রাশা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জিলানী শুভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনএইচএফ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।