ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির কুতুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
রাঙামাটির কুতুকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: ইউপিডিএফের পাঁজ কর্মী-সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টায় রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙামাটি জেলা শাখা।



বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে নিশান চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ধর্মসিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় নেতা বাবলু চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি জেলা সদরের উত্তর খবংপুয্যা এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ইউপিডিএফ নেতা প্রতিম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি কলেজ শাখার সহ-সভাপতি নিকাশ চাকমা, হুয়াঙ বোইও-বা পাঠাগারের অর্থ সম্পাদক খোকন চাকমা, ব্যবসায়ী স্বপন চাকমাকে অস্ত্রসহ গ্রেফতার করে যৌথ বাহিনী।  

শুক্রবার বিকেলে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রতন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।