ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

বগুড়া: বগুড়া সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাংবাদিক আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে জে এম রউফ নির্বাচিত হয়েছেন।



শুক্রবার (২০নভেম্বর) বগুড়া প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার বগুড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শফিউল আযম কমল নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সবুর আল মামুন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাজমুল হুদা নাসিম নির্বাচিত হন। সহ-সভাপতি পদে আব্দুল মোত্তালিব মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, নির্বাহী সদস্যের তিনটি পদে সাংবাদিক জিয়া শাহিন, চপল সাহা ও আব্দুর রহমান টুলু নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।