ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘ক্রস চেকে’ দেওয়া যাবে আয়কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
‘ক্রস চেকে’ দেওয়া যাবে আয়কর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীতকালীন আয়কর মেলায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আয়কর ‘ক্রস চেকের’ মাধ্যমে দেওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এ মেলায় ব্যাংক বুথ রাখা হয়নি, এতে করদাতারা কিছুটা হয়রানির শিকার হচ্ছেন।

হয়রানি কমাতে এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
 
মেলার দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর অফিসার্স ক্লাবের খেলাঘরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) মেলা শনিবার (২১ নভেম্বর) শেষ হবে।
 
মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন রেজিস্ট্রেশন (নিবন্ধন) ও রি-রেজিস্ট্রেশন (পুনঃনিবন্ধন) ব্যবস্থা রাখা হলেও করের টাকা জমা দিতে বুথ রাখা হয়নি।
 
মেলার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, খণ্ডকালীন মেলা হলেও গত দু’দিন ব্যাপক সাড়া পাওয়া গেছে। করদাতাদের সচেতন করতেই এ মেলা। তিনি জানান, মেলায় ব্যাংক না থাকায় টাকা জমা নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন করদাতারা। তবে অনেকেই ক্রস চেকে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কর দিতেন। যেকোনো করদাতা মেলায় ব্যাংকের ক্রস চেকের মাধ্যমে যেকোনো পরিমাণ কর জমা দিতে পারবেন। কর জমা হবে, এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই।
 
মেলার আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, জাতীয় আয়কর মেলায় আমরা সব করসেবা দিচ্ছি। যেসব করদাতা সব কিছু ঠিক থাকার পরও রিটার্ন জমা দিতে পারেননি, তাদের জন্য করা। ব্যাংক বুথ না থাকায় কিছুটা সমস্যা হয়েছে। তবে ক্রস চেকের মাধ্যমে যেকোনো করদাতা কর জমা দিতে পারবেন।
 
তিনি বলেন, গত দু’দিন করদাতারা বেশ সাড়া দিয়েছে। বিশেষ করে আজকে (শুক্রবার) ছুটির দিনে সাড়া ভালো। শনিবার ছুটির দিনে আরও সাড়া পাওয়া যাবে।

শীতকালীন মেলায় ১৪টি কর অঞ্চলের ২৮টি বুথ, দু’টি ই-টিআইএন, একটি এলটিইউ ও একটি কর জরিপ কেন্দ্র রয়েছে। শুক্রবার তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরইউ/আইএ


** ছুটির দিনে চাকরিজীবীদের আধিপত্য
** দ্বিতীয় দিনে তথ্য ও সেবা কেন্দ্র চালু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।